Thursday, November 16, 2017

     সোমনাথ গুহ 
       সত্তা 


















হাত বাড়াও তুমি যত ইচ্ছে আকাশের দিকে
শুধু খেয়াল রেখো যেন পা থাকে মাটিতে
বন্ধু এই তোমার শিকড়
তুমি আলগা হয়ে যেওনা নিজের থেকে।
অন্ধকার রাতে যে আলোর প্রদীপ দিয়েছিল
সে ঘরে স্মৃতির প্রহরী একলা বসে থাকে
তুমি শুধু চোখ মেলাও একবার
দেখবে এখনো আরশির ভেতর নিজেকে।

No comments:

Post a Comment