Sunday, June 1, 2025


 

জন্মভূমি 

মহঃ সানোয়ার 



ভারত আমার জন্মভূমি 
ভারত আমার দেশ। 
ভারত আমার মায়ের মতোই 
লম্বা কালো কেশ।

ভারত আমার শরীর জুড়ে 
ভারত আমার বুকে।
ভারত আমার রক্ত মিশে 
দুঃখ আমার সুখে।

ভারত আমার জন্মভিটে 
ভারত আমার স্বর্গ।
ভারত আমার জন্মভূমি 
ভারত আমার গর্ব। 

ভারত আমার উঠোন জুড়ে
কাঠগোলাপের গাছে।
দাফন হবো এই মাটিতে 
সেই ইচ্ছাই আছে।

No comments:

Post a Comment