।। পাঠ প্রতিক্রিয়া ।।
কুচবিহারের একজন গুণী শব্দ শিল্পী। কখনো সে শব্দ ধ্বনী আবার কখনো সেই শব্দ অক্ষরে আবৃত। মুজনাই সাহিত্য সংস্থা থেকে প্রকাশিত হয়েছে কাব্য পুস্তিকা 'ছাই ও ছায়ার পরবর্তী'। সম্ভবতঃ বিভিন্ন সময়ের বিভিন্ন ধরনের কবিতা নিয়ে তৈরি হয়েছে এই কাব্য পুস্তিকা। কবিতা কখনো রাতের আকারে চলমান আর কখনো পাখির মতো পদ্য ছন্দে হাওয়ায় উড্ডীন। আনন্দ হয় যখন দেখি কবিতা কবির আঙ্গুল থেকে বেড়িয়ে আসে - "আলেকজান্ডারের মতন তীব্র গতিতে ছুটে আসছে বাতাস/ কবিদের খাতা ভরে উঠছে মরশুমি কবিতায়" (মরশুমি)।
অসাধারণ সব পংক্তি রচনা করেছে উদয়। একজন কবিই তো বলতে পারেন - "সব মৃত্যুই মেঘের কাছে মিসড কল দিয়ে যায়" (সবাই ঘুমোলে)। কিংবা "পুকুর নদী সাগর যে মুগ্ধরেখায় একসাথে বসবাস করে তার নাম জলপ্রহর। তোমার বুক কিংবা চোখ সেই প্রহর মাখানো শ্রাবণ বেলা। " (ধূলির সরগমে আঁকা/ দুই)
উদয়ের কবিতায় মৃত্যু, বিষন্নতা, ঘুম বারবার ফিরে এসেছে। কবির মধ্যে কাজ করেছে অতীতচারীতা ও মায়াময়কাতরতা। রোমান্টিক পেলবতার খানিক স্পর্শ পাওয়া যায় বৈকী! তবু শেষ পর্যন্ত তিনি আধুনিকতাকেই অবলম্বন করেছেন। তিনি লিখতে পারেন- "নদী তো ঘুমের ভেতরেও চলে, অবিরাম। মৃত্যুর পরোয়ানার উল্টো পিঠে পরপারের আলোর বিজ্ঞাপন। জলের দাগ মনের দেওয়ালে সাবলীল ওয়ালপেপার।" (ছাই ও ছায়ার পরবর্তী / দুই)
একই কবিতার এক নং অংশে তিনি লিখেছেন - "কারা যেন শেষকৃত্য সেরে বাড়ি ফিরে গামছা থেকে ধুয়ে ফেলছে শবগন্ধ সব"। আমরা প্রায় সকলেই বিগতকালের কথা ভুলে গিয়ে নতুন করে চলতে শিখি। যা কিছু বর্জনীয় তাকে ফেলে দিয়ে, গ্রহণযোগ্য যা কিছু, তাকে অবলম্বন করে আমরা সূর্যের দিকে হেঁটে যাই।

No comments:
Post a Comment