Monday, January 12, 2026


 

বিবেকানন্দ
 স্ব প ন  গা য়ে ন


সূর্যের আলোয় চড়ে আসছে এক মহাপুরুষ 
হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে রাখি সেই ছবি 
আঁধারে পেরিয়ে যায় এক আলোকবর্ষ।

কন্যাকুমারীকার মাটি আজও কথা বলে বিবেকের 
জাতি ধর্মের উর্ধে উঠে বলেছেন জীবনের রূপকথা
কোনো মানুষ ছোটো নয় -
সপ্তর্ষিমন্ডলের মতো উজ্বল মহামানব।

অপমান অসম্মান হেনস্থার জবাব দিতেন অনায়াসে 
অলৌকিক অন্ধকারে তিনি কখনোই ডুবে যাননি 
শরণাগত যুগপুরুষের আর এক নাম বিবেকানন্দ।

No comments:

Post a Comment