Sunday, February 5, 2017

জল ছবি আবীর কান্তি পাল জল ছবি ভেসে চলে ,দু চোখের কোলে ,টুপ টুপ গ'লে ! সেই জলে স্নান করে তুমি চলে গেলে ! আমি এখন ফাঁকা বোতল,,, দড়িতে ঝোলানো প্যান্ট হয়ে দুলি বাতাসে, হাল্কা হয়ে ! জল ঝরা বুক জল ঝরা মুখ ,জল ঝড়া তোমার ওই চিবুক ! চাপকে চলি দু বেলা বুক ,বুকের ভেতর হৃদয় আমার বানভাসি ! বাংলার মুখ ,স্বতন্ত্র প্রহরী ,তবুও প্রবেশ করে চলছে লাখে লাখে আগুন্তক ! ছোট্ট ছোট্ট আগুন লেগেছে দেশলাই কাঠির মুখ ,ভয়ংকর হয়ে ফিরে যাবে একদিন ,পোড়াবে জল ছবির মুখ ! তিলে তিলে অচেনা শহর অচেনা গ্রাম তবুও হেটে চলি সবাই অবিরাম , একটি আয়না দেখায় না পরিচিতের মুখ ,সকলেই যেনো খেলা করে অব্যাক্ত ভাষায় ,অথচ কি ভয়ংকর ওদের মুখ ! প্রতিবাদ চুপ ,জলে ভেসে চলে সকলের জল ছবি ,একে একে একই রূপ !

No comments:

Post a Comment