Friday, February 3, 2017



শালুক সময় রাহুল গঙ্গোপাধ্যায়

ব্যস্ততা বাড়াচ্ছ।এটাই জীবন ও চাকার মিল। শিশির।ঋতু।বৃষ্টি।জল।জলের চাপ। কারুর কোনো ব্যস্ততা নেই।হচ্ছে না প্রাক-রতি। বিশেষজ্ঞ বলেন - গর্ভনিরোধক পিলের কুসুম। ফুল বলে - পাপড়ি হারিয়ে বড্ড ক্লান্ত প্রিয়। আমাদেরও কোনো ব্যস্ততা নেই।আজ অমাবস্যা। লাল শালুকে সর্বনাশ বাড়ে।।

No comments:

Post a Comment