Thursday, October 5, 2017

মধ্যরাতের খন্ড কবিতা - পর্ব - ১৯
                               লক্ষ্মী নন্দী

একটা অদৃশ্য শরীর
যার সাথে অামি একা 
হতে পারি। সে রোজ                                                                
ভরিয়ে দেয় অমার 
স্তন্যপায়ী জীবন। 
ধ্যান গৃহে তার ছায়ার   
গোপন অালো অামার 
হৃদয় বিম্বিত কালপরিমাণে 
লটকে থাকে। অামার ইতস্তত
জীবনের ফুটকিগুলো 
তার সাহচার্যে ঘোরগ্রস্ত 
বেলোয়ারি হয়ে হয়
প্রতিভাত। সে সময় রোজ
ছাদের কার্ণিশ বেয়ে  
অাকাশও নেমে অাসতে 
চায়। অামার যা কিছু 
অর্জন - বর্জন, পাওয়া - 
হারানো, শৃঙ্খল - মুক্তি, 
খুশি - বিষন্নতা ভাষার
সংকেতে হয় অাশ্চর্য 
বিহ্বল।এক সময় সেই অদৃশ্য 
শরীর, নির্জন নৈঃশব্দে 
গাঢ় ঘনিষ্ঠতা দিয়ে 
অামাকে যন্ত্রনা যোগ্য
মেদুর করে তোলে। 
অামি হয়ে উঠি অসম্ভব 
ক্লান্ত কিন্তু তৃপ্ত।
অামার মনের ভিতরের 
মন, অাঁকে সেই  স্তব্ধ
তটের নিদর্শন।
অামার স্মৃতিতে 
হাত বুলায় যেন চন্দ্রাবলী।
অনুভুতি জাগে ভোরের
মিনার ছোঁবে বলে চলে  
গেছে সেই অদৃশ্য 
মধ্যরাত।।

No comments:

Post a Comment