দেবব্রত তাঁতীর কবিতা
পাহাড়িয়া প্রেম:
দেবব্রত এবং কুসুম
চলো পাহাড়ের দিকে
যেখানে নীলাভ আদরমেশে শুভ্র চাদরে
দূর দূর সীমাহীন প্রান্তর ফেলে …
শুধু তুমি আর আমি
সময় থমকে যাবে সেথায়
যেন মুহূর্তরা আবেশী রয়ে যায় যেমন
মিঠে রোদের জন্মদিনে কাঙালি এ ভালোবাসা
ভেসে যাবো সারাজীবন পাহাড়কে সাক্ষী রেখে
যদি যেমন মোহনা খোঁজে …
পাহাড়ের চূড়া যেমন খোঁজে রোদেলা সোনালী অভিমান
এ তো এক পূর্বাভাস , যদি হঠাৎ জন্মক্ষণেই
প্রেমের প্রলয় আসে ….
ওই ঢালু পথ বেয়ে নেমে আসে …
আসবে তো ? –
কল্প অলীক সুখ :
দেবব্রত ও কুসুম
তুমি তুমি করেই কেটে গেলো আলসেমি দিন
আর শহরে সন্ধ্যে নামলো হটাৎ হুড়মুড়িয়ে .
এভাবেই অযান্ত্রিকতা এগিয়ে চলে …..
আলোজনেরা পিছু নিয়েছে ক্রমশ একের পর এক
বৃষ্টি ভেজা স্বপ্নের মতো
পিচ্ছিল রাস্তা দিয়ে …
তবে তুমি কেন দূরে বসে আছো একাকী , সখি
বান্ধব সুখে
ছুঁয়ে যায়নি যে আলো
মনের অলিগলি
ভীষণ অসুখী প্রজাপতি হয়ে
স্পর্শ করে রাত জোনাকিরা
ইচ্ছেগুলো অন্ধকার ঘরে লুকিয়ে বেঁচে ..
হঠাৎ যদি ডানা মেলে উড়তে চাই ?
তখন নাছোড়বান্দা মন পাগল হাওয়া
ভেসে যাবে মন মন কেমনে দেশে
তবুও এ মন মানতে পারেনা কল্প অলীকসুখ …
No comments:
Post a Comment