মধ্যরাতের খণ্ডকবিতা /পর্ব -২০
লক্ষ্মী নন্দী
এখন অামি কবিতার মতো একা
অার তুমি রাত্রির খোলা চুলে
মৃত্যুর মতোন প্রিয়দর্শিনী
চুপিচুপি নির্জন অপরুপা
জোছনায় দিচ্ছো হাতছানি।
অামি দ্বিধাহীন মত্ত অাজ।
সাজব তোমার মতো মৃত্যুর সাজ
স্থির লক্ষ্যে অবিচল।
এপিসোড নিক্তিতে মাপা জানি
নিজের ভুল তাই খুটে খুটে তুলি।
হৃদয়ে ধারণ করি পলাতক জীবন।
ধীরে ধীরে জোছনা ধূসর
অর্ধনগ্ন চাঁদ। উষা একটু পরেই
রজনী গন্ধা গোলাপে পাতবে ফাঁদ।
ঘাট পর্যন্ত শব-সঙ্গী হবে
নেবে মৃত্যুর ঘ্রাণ।
অামার নাকের নোলক সুরসুর করছে
বেনারসি ভীষন ভার।
এ কি!! সন্মুখে লাবণ্যময়ী মা
পরম অাদরে বুলিয়ে
মাথা অার হাতে হাত
বলে,এখনো ঘুমোস নি মাগো
কখন পেরিয়ে গেছে মধ্যরাত ।।
No comments:
Post a Comment