Wednesday, June 17, 2020








এ এক অজানা পৃথিবী 

রিম্পা নাহা

শোনা হয় নি -
কতজন এখনো ফেরার বাকি, 
অগোচরে ঐ অজানার দেশ থেকে। 
কত পথিকেরা মানচিত্র খসে পথ হারাবে। 
নিত্য চলেছে এ হেন খেলা, 
কে বা রেখেছে তার হিসেব, 
কেই বা গুনেছে সারাবেলা। 
কত মৃতেরই বা জুটেছে 'শহীদ 'খেতাব 

আমারও যদি আসে ডাক, 
ঐ মৃত্যুর মিছিলে যাওয়ার 
তোমরা কী তখন প্রতীক্ষা করবে 
আমার ফিরে আসার?? 
ফিরবো না, ফিরবো না, 
বড় নিষ্ঠুর যে সে পথ। 
একবারও এ পথে পা দিলে, 
ফেরার উপায় নেই।

যদি দেখো হে প্রিয়রা, 
ফিরছি না আর তোমাদের তরে, 
সেদিন ক্ষমা করে দিও আমাকে ;
তবে দোষ টা  ছিল না আমার। 
এটা ভেবে নিও। 
বলেছি কত কটু কথা, 
হয়তো দিয়েছি মনে অনেক ব্যথা, 
লেখনীর মধ্য দিয়ে 
নয় তো বা, 
অজানা কোনো ব্যবহারে, 
এই অজানা পৃথিবীতে।।।।

No comments:

Post a Comment