পোড়োবাড়ি-২
রীনা মজুমদার
ধূসর দিগন্ত আকাশ
মাথার উপরে
সে পাখি
আজো ডানা ঝাপটায়
পোড়োবাড়িটায়,
ছেনি হাতুড়ির
শব্দ শুনতে পায়,
সে পাখি
জায়গা ছেড়ে সরে সরে বসে
তাকিয়ে থাকে আকাশের দিকে
বটের ঝুরিগুলো ইঁট-পাথরে
গুঁড়িয়ে ধুলোয় মিশে আছে
একলা পাখি,
" জীবন দেখে জীবন খোঁজে"
কী জানি কেন- কোন মায়ায়
তোমায় আগলে নিয়ে আসি
নিবিড় প্রত্যাশায়
নিজের উষ্ণ ছায়ায়...
No comments:
Post a Comment