মর্মে জাগুক একুশ অর্পিতা মুখার্জী চক্রবর্তী
বাহা বাহা দেখো আমি কত পারদর্শী! বিদেশীতে ডুব দিতে ছিপে গাঁথি বড়শি.. চুরি করি ভিনদেশী কবিতা ও গল্প, নকলনবীস আমি গানে, সুরেও অল্প.. নিপুণ ছকেতে ফেলি চুরি মহাবিদ্যা, টুকে নিতে অনুবাদে আমি স্বয়ংসিদ্ধা.. এতকিছু করি শুধু খেতাবের জন্য, কলার উঁচিয়ে বলি, 'আমি মহামান্য..' আমার বাড়িতে 'মা'- কে 'মাম্মি' বা 'মম' ডাকি, এটাই আধুনিকতা নাহলে লজ্জা নাকি! কাকিমণি,মাসিমণি সব দূর অস্ত, সুমধুর প্রিয় ডাক 'আন্টি' -তে ন্যস্ত.. ঘুম ভাঙে, রাত হয় সবটাই বিদেশীতে, খাবারেও নানা দেশ অনলাইন আদেশেতে.. বুকশেলফ ঠাসা থাকে বিজাতীয় গ্রন্থে, অতিথির মন কাড়ে 'সম্ভ্রম' মন্ত্রে.. নিজের জাতীয় সাজ সখে সাজি কদাচিৎ, কমফোর্ট জোনে থেকে বিদেশীর হয় জিত.. সাইনবোর্ড ঝলমলে ভিনদেশী হরফে, গোটাটাই ফাঁকি শুধু আমাদের তরফে.. একুশ একুশ করে জুড়ি যত হইচই, স্বার্থবাদীর বোলে একুশের ভাষা কই? ছোট থেকে,গোড়া থেকে ঘষামাজা জারি থাক, নিজের মাতৃভাষা ভালোবাসা ফিরে পাক.. আশার আলোর ফাঁকে সোচ্চার সোনারোদ, আবার জন্ম দিক রফিক,সালাম,বরকত
No comments:
Post a Comment