আ মরি বাংলা ভাষাশ্রাবণী সেন পাখির ডাকের মত মিষ্টি আমার বাংলা ভাষা আমার স্বপ্ন, আমার আশা, আমার ভালোবাসা। এই ভাষাতেই লেখেন কবি চর্যাপদের গান বাংলা ভাষার নানান ছবি নানান তুলির টান! জয়দেবের লেখনি লেখে মধুর পদাবলী চন্ডীদাসের ভাষায় মেশে মানবকথার কলি। মধুকবি রচনা করেন কপোতাক্ষের গান দেশের মাটি, মায়ের ভাষা স্নেহের ধারা স্নান। রবিকবি মাথার উপর সূর্য কিরণ প্রায় কবি নজরুল পদ্মার ঢেউ হৃদয় নিয়ে যায়। জীবনানন্দের বাংলার মুখ কোন সে বনলতা আবহমান বাংলার রূপ, বাংলার রূপকথা। বাংলা আমার মায়ের ভাষা, মায়ের স্নেহের ধারা বাংলা ভাষা রত্নখনি, আকাশভরা তারা।
Tuesday, February 20, 2024
আ মরি বাংলা ভাষাশ্রাবণী সেন পাখির ডাকের মত মিষ্টি আমার বাংলা ভাষা আমার স্বপ্ন, আমার আশা, আমার ভালোবাসা। এই ভাষাতেই লেখেন কবি চর্যাপদের গান বাংলা ভাষার নানান ছবি নানান তুলির টান! জয়দেবের লেখনি লেখে মধুর পদাবলী চন্ডীদাসের ভাষায় মেশে মানবকথার কলি। মধুকবি রচনা করেন কপোতাক্ষের গান দেশের মাটি, মায়ের ভাষা স্নেহের ধারা স্নান। রবিকবি মাথার উপর সূর্য কিরণ প্রায় কবি নজরুল পদ্মার ঢেউ হৃদয় নিয়ে যায়। জীবনানন্দের বাংলার মুখ কোন সে বনলতা আবহমান বাংলার রূপ, বাংলার রূপকথা। বাংলা আমার মায়ের ভাষা, মায়ের স্নেহের ধারা বাংলা ভাষা রত্নখনি, আকাশভরা তারা।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment