মায়ের ভাষা
মনোমিতা চক্রবর্তী
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার প্রাণ ।
বাংলা ভাষায় গাই গো মোরা,
বাংলার জয়গান ।
বাংলা আমার প্রাণের ভাষা
আমার অস্তিত্ব ।
বাংলা আমার অবিচ্ছেদ্য অংশ,
জানে এই বিশ্ব।
বাংলা আমার মায়ের ভাষা
আছে আমার এ ভাষায় বলার অধিকার ।
সহজে ছিনিয়ে নেবে আমার মুখের ভাষা,
এ সাহস কি কারো আছে আর?
বাংলা ভাষা রক্ষার জন্য
যাঁরা সেদিন এগিয়ে এসেছিল
গুলিতে গুলিতে বুক তাদের,
ঝাঁঝরা হয়ে ছিল ।
তাদের জন্যই পেয়েছি আজ
মোদের বাংলা ভাষা,
স্মৃতির মাঝেই আছেন তারা
মিটিয়ে সবার আশা।
No comments:
Post a Comment