পাখি পরিচয়
নজর উল ইসলাম
অসামান্য অস্থিরতায় কেঁপেছি
নীল মন-সম্ভ্রম খুঁজেছি তোমাকে
অনুভূতির শিকড়েরা বুঝেছে রহস্যময় ইশারা
বোঝনি পাখি-পরিচয়ের বিনম্র ভাষণ খুশি
যথারীতি যে যার সে তার তবু কিছু ছুঁয়ে
থাকে পরম যত্নে তুলতুলে আঙুলে,
আন্তরিকতা গভীর শিহরণ—মুহূর্তের
কথকতায় ডুবে যাওয়া মুখোমুখি অনুসঙ্গ
আজ বুঝি বোধঘরে পেয়েছি যা বন্ধন
নির্ভেজাল ভালবাসার আকুতির সারল্য
চোখের আড়াআড়িতে জীবন উঠে আসে প্রেম
উৎসবের অনন্ত কথার আকর
সংশয়ে কাটাকাটির দিনগুলি ভুলে
এসো ভিজি এই বর্ষাদিনের মন-সংগীতে...
No comments:
Post a Comment