অচেনা রাতের সিম্ফনি
আকাশলীনা ঢোল
সেই রাতটা একটু অচেনা ছিল,
অচেনা একটুই, পুরোটা নয়।
এমন অনেক বৃষ্টিমুখর রাত
আগে কাটিয়েছি -
তবু সেদিনের রাতটা ছিল অচেনা।
সারাদিন অনেকটা পুড়ে যাওয়ার পরে
বৃষ্টি নেমেছিল, ভাঙাচোরা শহরের বুকে -
রাত্রি গভীর, সড়কবাতির আবছা আলো
প্রবেশ করেছে আমার অন্ধকার ঘরে,
নিদ্রাহীন রাতে কফির কাপ হাতে ব্যালকনিতে
দাঁড়িয়ে দেখছিলাম, কীভাবে বৃষ্টিকণা
ঝরে পড়ে হ্যালোজেনের স্তম্ভ বেয়ে।
রাস্তায় দু-একটি পথচারীর আনাগোনা,
কখনও বা মোটরগাড়ির হুশহাশ শব্দ -
পশ্চিমের হাওয়া খেলা করছিল আমার
চুলগুলি নিয়ে, বৃষ্টির ছাঁট ভিজিয়ে দিচ্ছিল
অন্তঃকরণ, সহসা মেঘের আর্তনাদ কেমন শিশুর
কান্নার মতো শোনাল -
সেই সুরে যেন মিলে গেল বৃষ্টির রিনরিনে
শব্দে বেজে চলা সিম্ফনি,
কিংবা, সারা বিশ্বের ক্রন্দনই যেন ঝরে পড়ল
বৃষ্টিকণা হয়ে -
সেই রাতের সিম্ফনিটা কেমন অচেনা ছিল,
বৃষ্টির সেই রাতটা একটু অচেনাই ছিল।
No comments:
Post a Comment