Wednesday, July 2, 2025


 

মুনা 

অনলাইন আষাঢ়  সংখ্যা ১৪৩২


সম্পাদকের কথা

সাম্প্রতিক বিমান দুর্ঘটনা আমাদের প্রত্যেককে ব্যথিত করেছে। জীবন যে অতি ক্ষণস্থায়ী সেটা বুঝেছি সকলেই। কিন্তু তবু এই এক জীবনে কত সংঘাত, কত মনোমালিন্য। যেভাবে মধ্যপ্রাচ্যে দুটি রাষ্ট্র নিজেদের মধ্যে প্রবল যুদ্ধে মেতে উঠল সেটিও একটি সংকেত। আরও দুই রাষ্ট্রের যুদ্ধ কবে থামবে কে জানে। আসলে যে এই রকম যে  কোনও লড়াইয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষেরা। তারা যুদ্ধ চায় না। সেটি করেন রাষ্ট্রনায়কেরা। আমাদের মতো তুচ্ছ মানুষদের জীবনের বিনিময়ে। 

নিজেদের রাজ্যে কিছুদিন আগে যে ন্যক্কারজনক ঘটনা ঘটল একটি শিক্ষা প্রতিষ্ঠানে, সেটি দেখে আমরা প্রত্যেকেই হতবাক। এ কোথায় চলেছি আমরা। এইভাবে একের পর এক সমাজবিরোধী কাণ্ডকারখানার কেন্দ্র হয়ে উঠছে রাজ্যের নানা জায়গা। এর থেকে পরিত্রাণ কবে কেউ জানি না। কিন্তু এইটুকু বুঝতে পারছি যে, আগামী দিনগুলি বড্ড কঠিন হয়ে উঠছে ক্রমশ।     



মুনা 

অনলাইন আষাঢ়  সংখ্যা ১৪৩২



রেজিস্ট্রেশন নম্বর- S0008775 OF 2019-2020

হসপিটাল রোড 

কোচবিহার 

৭৩৬১০১

ইমেল- mujnaisahityopotrika@gmail.com 

প্রকাশক- রীনা সাহা  

প্রচ্ছদে ব্যবহৃত ছবি- ছিপছিপি, সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান 

সম্পাদনা, প্রচ্ছদ ছবি, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায় 


    এই সংখ্যায় আছেন যাঁরা

 রণজিৎ কুমার মুখোপাধ্যায়, অভিজিৎ সেন, গৌতমেন্দু নন্দী, জয়তী ব্যানার্জী, 

শ্রাবণী সেনগুপ্ত, মৌসুমী চৌধুরী, শুভেন্দু নন্দী,  মাথুর দাস, 

উৎপলেন্দু পাল, প্রাণেশ পাল,  প্রিয়াঙ্কা চক্রবর্তী,  

কবিতা বণিক, রুদ্র, লীনা রায়, অর্ণব ঘোষ, 

অশোক কুমার ঠাকুর, ঋতুপর্ণা ধর, দেবর্ষি সরকার, 

চন্দন দাশগুপ্ত, রাণা চট্টোপাধ্যায়, পার্থপ্রতিম বন্দোপাধ্যায়, প্রাণজি বসাক,

দয়াময় পোদ্দার, উৎপলেন্দু পাল, প্রতিভা পাল, অমিতাভ কর,

দীপজয় সরকার, নিবেদিতা দে, মজনু মিয়া, মোঃ আব্দুল রহমান, 

 ছবি ধর, আকাশলীনা ঢোল, প্রিয়াঙ্কা চক্রবর্তী, আ সি ফ  আলতাফ, 

মনোমিতা চক্রবর্তী, নাহিদ সরদার, সুজয় সরকার, অমিতাভ চক্রবর্ত্তী,

এরশাদ, মোহিত ব্যাপারী, মোঃ আব্দুল রহমান, প্রাণেশ পাল, নজর উল ইসলাম 

শ্যামল বিশ্বাস লামশ্যা, রীতা মোদক, সুজল সূত্রধর



অনলাইন জ্যৈষ্ঠ  সংখ্যা ১৪৩২

No comments:

Post a Comment