কবিতা
বালির শহর
প্রতিভা পাল
একটি আস্ত মরুভূমি বুকের ভিতর রেখে
খামখেয়ালি মনে খুঁজে চলি বালির শহর!
মরীচিকার মতো চকচকে কিছু অবয়ব -
হন্যে হয়ে হেঁটে চলি তৃষ্ণার্ত আগামীর বাঁকে!
অতীতের বলিরেখা ধরে
এক পা দু'পা পিছিয়ে গেলে
হুড়মুড় করে ঢুকে পড়ে স্মৃতির কোলাহল!
অথচ ব্যর্থতারা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ধ্বস নামালেও
দাঁড়িয়ে থাকার জো নেই এক মুহূর্ত,
এরই নাম হয়তো বালিয়াড়ি জীবন!
আমি আঁজলা ভরে গোধূলি ধরে তাকিয়ে থাকি,
দেখি, ফুরিয়ে এলো মরুদ্যান সাজ!
দেখি, ভোরের চিরকুটে মরুরাতের নিস্তব্ধতা।
ওয়াদি বরাবর কেবল অদ্ভুত শূন্যতা, শুষ্কতার....
No comments:
Post a Comment