Friday, January 3, 2025


 


কবিতা 


নিতান্ত নৈর্ব্যক্তিক 
         শ্যামলী সেনগুপ্ত 

তারপর আরেকটা ঘন্টা বাজলো
আর তাপমাত্রা কমে গেলো
আরও এক ডিগ্রি সেলসিয়াস
আমরা তোমাকে সি-অফ্ করবো বলে
জড়ো হয়েছিলাম 
ওই বিশাল ঘন্টার নীচে...

বল্গা হরিণের নিবিড় শিঙে তখন তুষারকুচি
স্লেজগাড়ির চাকার তলায় বরফ ভাঙছে
মড়মড়...অবিকল আগস্টের রাতে
ঘাড় ভাঙার শব্দ...

বছর শেষে তুমিও কি ক্যালেন্ডারের 
শেষ পাতায় চলে গেলে!
তাপমাত্রার পারদ কমছে
উত্তেজনায় জং ধরছে ক্রমশ
আমাদের ঘুম পাচ্ছে খুব
এসো,ঘুমিয়ে পড়ি
কাল সকালে বরং তোমাকে একবার 
মনে করে নেবো।

আমাদেরও তো ক্যালেন্ডারের পাতা ধরে
চলতেফিরতে হয়...
বাৎসরিকের সময় হয়ে এলো যে!

No comments:

Post a Comment