কবিতা
সবুজ
অমিতাভ চক্রবর্ত্তী
তারায় ভরা রাত নিঝুম হয়নি এখনো
নীরবতায় আঁকা আগামীর প্রতিশ্রুতি
বাঁশে গেঁথে থাকা নাভি
কাঁদাতেও ফোঁটায় পদ্ম ফুল
মেমোরি লেনে হেঁটে গেলে
রাতের অন্ধকারে আলো দেখায় নতুন সূর্য
সাদা আলোর প্রিজমে বর্ণচ্ছটা।
ভোর আসুক ভরে যাক সবুজ।।
No comments:
Post a Comment