Friday, January 3, 2025


 

কবিতা 


ননসেন্স

দেবর্ষি সরকার

ন্যাপথলিনের ভর্তি কৌটোর মধ্যে যদি কিছু থাকে তবে সেটি শান দেওয়ার জন্য অপেক্ষা করছে।
একান্তই নীতি কথা যদি মুছে দিতে হয় তবে সেটা কল্পনা ছাড়া আর কিছু নয়।
শ্রীকৃষ্ণকীর্তন পড়তে পড়তে যে ছেলেটি ওই মেয়েটির প্রেমে পড়েছিল তারা আজ প্রত্যেক রাতে ওই ন্যাথলিনের গন্ধ শুকতে যায়।
ফিনিক্স পাখির মত ভাবনা গুলিকে পরিষ্কার করবার জন্য সেই ন্যাপথলিন বড় প্রয়োজন।
বায়োলজি প্র্যাকটিক্যাল করতে গিয়ে যে ছেলেটি ও মেয়েটি পরস্পরের কাছে এসেছিল তারাও আজ ওই ন্যাপথলিনের জলে হাত ধুতে ব্যস্ত।
নীতিকতার সমুদ্র যদি শেষ না হয় তবে সে জলে একটু ন্যাপথলিন গুলে দিও।

No comments:

Post a Comment