কবিতা
অহংকারী
সারণ ভাদুড়ী
প্রয়োজন নেই জোৎস্নাময় রাতের ,
আমার প্রিয় নাম না জানা তারকার দল।
চাঁদের আলোটা আজ খুব প্রখর লাগছে
হয়তো ফোসকাও পড়ছে ওতে !
তাই আজ ছেড়ে দিলাম চাঁদের জন্য কাব্য।
আমি এখন কেবলই
সেই নাম না জানা তারাদের কবি।
অমাবস্যায় যখন থাকে না
কাব্য প্রিয় সেই চাঁদের অস্তিত্ব ;
তখন আমায় পথ দেখিয়েছে ওই তারকার দল ই ।
যখন চলেছিল ধ্রুবতার সংগ্রাম
তখনও পেয়েছিলাম এদেরকেই
তাই আজ ছেড়ে দিলাম অহংকারী চন্দ্রকে।
বললাম মহাবিশ্বকে, " আপন করো আমায় আমি; এখন তোমাদেরই কবি। "
No comments:
Post a Comment