Friday, January 3, 2025


 

কবিতা 


নতুন সকালে

প্রাণজি বসাক


একটা লোভ নিয়ে উত্তর-দক্ষিণ করেছি হরহামেশাই 

আর নিটোল চিকন লোভ ছুটে বেড়ায় পুবে পশ্চিমে 


জীবনের কোনো রেখাই সমান্তরাল চলে না খেয়ালে 

সময় কীভাবে উড়ে চলে এ প্রশ্ন রাখে বয়স আঠারো  


ভিনদেশী গানের তালে ওড়ে ওড়না অঘ্রানের বাতাসে 


গোলাপি হাওয়ামিঠাইয়ের লোভাতুর এক বয়স ছিল

সাদাবকেরা খুঁটে খায় মাঠের অহংকার নতুন সকালে 

No comments:

Post a Comment