Friday, January 3, 2025


 

কবিতা 



ভাগ শেষ

চিত্রা পাল


ঘুমের গভীরে লুকিয়ে থাকা বীজ

পাখা মেলে সাতপুরু পলির তলা থেকে।

কখন যেন বৃষ্টি হয়েছে,সে বৃষ্টি

ছুঁয়েছে তাকে। তারপর বয়স পাওয়া

শাখা কখন যেন অন্যের সঙ্গে বিনিময়

করে হাসি। এ বিনিমিয় চলতেই

থাকে একে অপরের মাঝে। এইসব

যোগ হতে হতে কখন যেন বিয়োগ-

শুরু হয়ে যায় অজানা ক্ষনে।জানি না।

তবু মেনে নিই পড়ে থাকা কিছু

ভাগশেষ ,যদি সৌরভ ছুঁয়ে থাকে।

No comments:

Post a Comment