Friday, January 3, 2025


 

কবিতা 



স্মৃতির নিয়মভঙ্গ
    তন্ময় ধর 


স্মৃতির নিয়ম মেনে আমিও চোখ সরিয়েছি। 
বাকিটুকু স্রোত

 স্রোতের শীতলতায় 
অদৃশ্য হয়ে উঠছে এই নদীর তৃষ্ণার স্তব্ধতা

দৃশ্যের আস্তরণ 
ভরে উঠছে না শঙ্খচিলের পায়ের ছাপে

শিথিল ঠোঁটে 
অবিশ্বাসী হয়ে উঠছে জল 

No comments:

Post a Comment