কবিতা
কেটে গেলো একটা বছর
মহঃ সানোয়ার
ঘুম ভাঙা সকালে হিমেল হাওয়া জানালা ছুঁয়েছে যেই
দূর থেকে কোন বৃদ্ধের কাশি জানান দিল ডিসেম্বর শেষ।
ফিরে দেখা পুরনো বছর; পুরনো স্মৃতি
অনেক খারাপের মাঝে, একটু ভালো রয়ে গেছে বরাবরই।
কিছু ভালো, কিছু খারাপ অভিজ্ঞতা নিয়ে শেষ হওয়া বছরটা
না হয় ঝুলে থাক শোবার ঘরের বন্ধ শিলিং ফ্যানে।
গাঁদা ফুলের চারা, একমুঠো কুয়াশা আর ব্যালকনিতে
লেগে থাকা রোদ্দুর আজ আত্মহারা নতুন বছরের আগমনে।
তবুও সময় লাগবে, নতুনের সাথে নিজেকে মানাতে।
গাছের পাতা থেকে ঝরা কুয়াশা, মাটিকে ভিজিয়েছে যত
ভুলে যাবো পুরনো স্মৃতি, প্রতিবছর এমন প্রতিজ্ঞা করেছি কত ।
No comments:
Post a Comment