Friday, January 3, 2025


 

কবিতা/ ছড়া 


ইঁদুর ছানা
পম্পা ঘোষ

ইঁদুর ছানা, দেখছি তুমি
মন্দ তো ভীষণ!
বাইরে থেকে ঘরে ঢুকে 
করছো জ্বালাতন!
ধরতে গিয়ে নাকাল আমি
নিমেষে দাও ছুট,
আলনা থেকে কাপড় টেনে
ঝাঁঝরা করো খুঁট।
বাইরে থেকে রোগ-জীবাণু
আনছো ঘরে রোজ
গৃহস্থালির খাবার খেয়ে
দিব্যি সারছো ভোজ।
তোমার জন্য মানবজীবন 
হচ্ছে বিষাদময়,
যাচ্ছি আমি হ্যামিলিয়ন
তাতেও কি নেই ভয়!

No comments:

Post a Comment