'অভিমানের তাপজ্বালা সঞ্চার করে চলে/ তুমি নিশ্চয়ই ব্যালেন্স, প্রিন্সিপাল বা ইন্টারেস্ট গুনছো...'
'ধৌত হচ্ছে মস্তিষ্ক/ দোদুল্যমান ভাগ্যশ্রী',
'দৈনন্দিন পলির ফর্দকে ফসিলে রূপান্তরিত করব',
বিস্মিত হচ্ছেন? ভাবছেন এমন কথা বলছেন কে? অবাক হবেন না। এগুলি নমুনা মাত্র।
এলিয়ট একবার বলেছিলেন, `Birth of a poetry is like the birth of a baby` কবিকে এই বেদনার মধ্যে দিয়েই যেতে হয়। তবে আজকাল এই `এত কবি কেন`-এর যুগে ক`জন সে যাত্রা করেন জানা নেই।
উদয় করেন। উদয় সাহা। প্রচারের আলো থেকে দূরে নিভৃতে নির্জনে তাঁর বাস। আর সেখান থেকেই উঠে আসে তাঁর বোধ, দর্শন ও সৃষ্টি।
মুজনাই সাহিত্য সংস্থা উদয় সাহার `ছাই ও ছায়ার পরবর্তী` শীর্ষক কাব্যগ্রন্থের প্রকাশক হতে পেরে গর্বিত।
মুজনাই অত্যন্ত আশাবাদী যে, মুজনাইয়ের পাঠক ও শুভানুধ্যায়ীরা মুজনাইয়ের এই প্রয়াসের সঙ্গে থাকবেন। নবীন কবির দ্বিতীয় কাব্যগ্রন্থকে নিজেদের করে নেবেন।
কোচবিহার বইমেলার পাশাপাশি অনলাইনেও থাকবে `ছাই ও ছায়ার পরবর্তী` হাতে পাওয়ার সুবিধে।
No comments:
Post a Comment