মুজনাই
অনলাইন অগ্রহায়ণ সংখ্যা ১৪৩১
সম্পাদকের কথা
কবি বলেছেন, `অন্যায় যে করে আর অন্যায় যে সহে/ তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।`
একটি রাষ্ট্রের একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশদ্বারে অন্য রাষ্ট্রের জাতীয় পতাকা মাড়িয়ে প্রবেশ করছেন সকলে। এই দৃশ্য আমাদের চমকে দেয়নি শুধু, আহত ও ক্রুদ্ধ করেছে। আমরা ভাবতে পারিনি এই দৃশ্য আমাদের দেখতে হবে। আরও ব্যথিত হয়েছি সেই রাষ্ট্রের শুভবুদ্ধিসম্পন্ন কেউ এর বিন্দুমাত্র প্রতিবাদ করলেন না। অন্তত আমরা করতে দেখিনি। তারা সকলে ভুলে গেছেন, যে রাষ্ট্রের জাতীয় পতাকার এই অবমাননা তারা করছেন, সেই রাষ্ট্রের সাহায্য ছাড়া গত শতকের সাতের দশকে তাদের স্বাধীনতা সম্ভব ছিল না। এর পাশাপাশি যেভাবে তারা হিংসার আশ্রয় নিয়ে মানবতাকে লঙ্ঘন করছেন, তাতে আমরা উদ্বিগ্ন। এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি। ধিক্কার জানাচ্ছি মৌলবাদী শক্তিকে।
মুজনাই
অনলাইন অগ্রহায়ণ সংখ্যা ১৪৩১
রেজিস্ট্রেশন নম্বর- S0008775 OF 2019-2020
হসপিটাল রোড
কোচবিহার
৭৩৬১০১
ইমেল- mujnaisahityopotrika@gmail.com
প্রকাশক- রীনা সাহা
সম্পাদনা, প্রচ্ছদ, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায়
এই সংখ্যায় আছেন যাঁরা
গৌতমেন্দু নন্দী, পার্থ বন্দ্যোপাধ্যায়, শ্রাবণী সেনগুপ্ত,
জয়তী ব্যানার্জী, জনা বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় সাহা,
সুদীপা ঘোষ, অনিতা নাগ, অলকানন্দা দে,
ঋতুপর্ণা ভট্টাচার্য, পূর্বা দাস, তাসনিম জারিন,
বিপ্লব তালুকদার, বটু কৃষ্ণ হালদার, শুভেন্দু নন্দী,
অঙ্কিতা সেন, সূর্য্যদীপ্তা সরকার, মিষ্টু সরকার,
আজিজুল সেখ, অশোক কুমার ঠাকুর, পরাগ মিত্র,
প্রাণজি বসাক, দেবর্ষি সরকার, উৎপলেন্দু পাল,
প্রাণেশ পাল, শঙ্খনাদ আচার্য, অমিতাভ চক্রবর্ত্তী,
চিত্রা পাল, মাথুর দাস, বেলা দে,
তন্ময় ধর, ফিরোজ আখতার, জুলি আখতারী,
পক্ষিরাজ, আশীষ কুমার বিশ্বাস, পিন্টু কর্মকার,
রবিনা সরকার, অর্পিতা গুহ মজুমদার, সঞ্জয় পাঠক,
শ্রাবণী সেন, রীতা মোদক, সৈকত দাম,
মহঃ সানোয়ার, কবিতা বণিক, প্রদীপ কুমার দে,
রীনা মজুমদার, সুনন্দ মন্ডল, শ্রুতি দত্ত রায়,
প্রতিভা পাল, কল্যানী মন্ডল, আকাশলীনা ঢোল,
পাপু মজুমদার, বাবুল মল্লিক, শঙ্কর জানা,
তিথি পাল সরকার, চিত্রাক্ষী রায়, হৃদান সরকার, অলিপ্রভা পাটোয়ারি
মুজনাই
অনলাইন অগ্রহায়ণ সংখ্যা ১৪৩১
No comments:
Post a Comment