Monday, December 2, 2024


 


ফটো ফ্রেম

কল্যানী মন্ডল


দুজনে বসে দিব্যি কাটে সময়

হৃদপিন্ডের উষ্ণতাকে ভিজিয়ে দেয়,

নিকষ ঘন কালো মেঘ৷

থেকে থেকে বৃষ্টি নামে

ঠান্ডা হাওয়াই ধরায় নেশা,

কফির কাপে দিচ্ছি চুমুক,

তোমার চোখে রাখছি চোখ,

দুষ্টু চোখে মিষ্টি হাসি

রাখছি ধরে দুনয়নে৷

শুধু তুমি আছ দৃষ্টি জুড়ে

সবটায় ফটো ফ্রেম ঘিরে৷


No comments:

Post a Comment