Monday, December 2, 2024


 

নভেম্বরের শেষে

মহঃ সানোয়ার

নামুক আকাশ চোখের তারায়, ভুরুর কাছে তিল
অপেক্ষাতে দিন কেটে যায়, লুকিয়ে বুকে ঝিল।
চিবুক ছুঁয়ে চাঁদ উঠেছে, তোমার ঠোঁটের কাছে
না বলা সব ইচ্ছা গুলো, মনের মাঝেই আছে।
ঢেউ খেলানো চুলের ভাঁজে, আটকে গেছে চোখ 
আজকে না হয় হৃদয় জুড়ে, কারফিউ জারি হোক।
তোমার ঠোঁটের স্পর্শ পেয়ে, উঠলো বুকে ঢেউ 
শীতকাতুরে শহরজুড়ে, খোঁজ রাখেনি কেউ।
নিখোঁজ আমি কাজল চোখে, তোমার কাছে এসে 
ঝরছে কোথাও শীতের আবেগ, নভেম্বরের শেষে।

No comments:

Post a Comment