হেমন্তের বিকেলে
অমিতাভ চক্রবর্ত্তী
হেমন্ত বিকেল
মরা রোদ মন খারাপের গালে গাল রাখে,
তবু মৃদু হাসি তোমার ঠোঁটের রেখায় ।
গাছ থেকে ঝরে পড়ে পাতা
শব্দহীন জলে ,
বেচারা নদী !
আর কাকে কাকে বুক পেতে দেবে ?
এখানে সন্ধ্যা আসে নদীর তিরতির শব্দে।
শরীরের রোদ গন্ধ মুছে ফেলে বালি।
বয়সের সাথে সাথে ক্ষীণ হয়ে আসে দৃষ্টি।
স্মৃতি ঝরে গেলে , মন ঘিরে রাখে বৈরাগ্য ।
No comments:
Post a Comment