প্রকাশক রীনা সাহার কলাম ....
এক একটা আস্ত "বিচার" গিলে নিচ্ছে এজলাস.... আপনার পোষমানা ট্রাম্প কার্ড। আমি দেখছি, মানুষ দেখছে , অজগররাও দেখছে।
অজগরদের গলাধঃকরণ পদ্ধতি আপনি রপ্ত করতে চাইলে মুশকিলে পড়ে যাবেন, এটা আপনি মানেন না। তাই যতটা গিলেছেন ততটা হজম হতে না হতেই পঞ্চবার্ষিকী গদি গিলে নেওয়ার ব্লু প্রিন্ট রেডি করতে থাকেন আপনি। মন ভরলেও পেট ভরে না আপনার।
কই মাছের জিউ নিয়ে জন্মেছেন আপনি। তাই শ্বাসনালী আটকে বেঘোরে জান খোয়াবেন সে বান্দা আপনি নন ! আপনাকে কেটে, ধুয়ে, ভেজে, খেয়ে না ফেলা অবধি আপনি তাকিয়ে থাকেন রাঁধুনির মুখের দিকে। আর এটাই " শ্রী প্রকল্প " মোহিত ভোটারদের ভবিতব্য ।
আপনি ভাল করেই জানেন বিষদাঁত ভেঙে দেওয়া সাধারণ মানুষ ফোঁস করলেও যা, ছোবল মারলেও তা। কেননা মনসা মঙ্গলের আমল থেকে কালনাগিনীর একচেটিয়া পেটেন্ট আপনার দখলে। আর তাই ইভিএম ফুটো করবার কারিগরি দক্ষতায় আপনার কাছে AI-ML ও শিশু ।
আপনার স্বর্গরাজ্যে মাঝে মাঝে উলঙ্গ হয় তুচ্ছাতিতুচ্ছ কিছু ঘটনা। আপনাদের সাজানো চিতায় উপুড় হয়ে শুয়ে থাকতে থাকতে হঠাৎ করেই উঠে দাঁড়ায় কোনো মেয়ে। পুড়ে খাক হবার আগে কাঁধ উঁচিয়ে " শ্রাগ " করে... " নে ছেড়েই দিলাম তোদের। করেই দিলাম মাফ।" ন্যাংটো পেছন দেখিয়ে বলে...
" হে রাস্ট্র , হে শাসক, হে বিচারক --- Just look at our bum. মাড়ায়ে খা। "
আঁটি থেকে শস্য দানা আলাদা করাকে "মাড়ানো" বলে। নবান্নের মরসুম। উৎসবের রানী আপনি। "মুঠ উৎসবে" মাতুন। ভরে নিন গোলা। হাতে আড়াই মুঠ, গোলায় কুইন্টাল কুইন্টাল... হাতির দাঁতের গল্প শোনান।
শীত আসছে। সংসার ক্লান্ত বিত্তবানদের রিইউনিয়ন, নতুন ভ্রমণ ট্রেন্ড। মধ্যবয়সীয় সংকট। উদ্বাহু রবীন্দ্র নেত্য... একঘেয়ে মুদ্রায় নষ্ট বাল্ব খোলা, ভাল বাল্ব লাগানো । স্টিফ্ কোমরের কান মলে পাক খাওয়ানো । কন্টেম্পোরারি, হিপ হপ, জ্যাজ, ব্যালের আদ্যশ্রাদ্ধ ।
অন্যদিকে শাসকীয় বিষ্টুদের রাত পার্টি , "আঙুর আঙুর চোখ/ নেশাতে লাল লাল...."
কামার্ত হোটেল - রিসর্ট, রাত ফোয়ারা, টাকা ওড়া , টাকা ধরা ।
জিলে লে জিলে লে... সাইক্লোরামা শীতার্ত রাত। পেটের দায়ে কিংবা স্বপ্ন পূরণে পথে থাকবে হাজার হাজার স্ত্রীলিঙ্গ। কনভয় হীন। সততার আস্তিনে লুকিয়ে রাখা নীচু তলার পুলিশ - সিভিকদের সামলে রাখবেন। কেননা শিখণ্ডীরা বিগড়ে গেলে স্বৈরাচারী গদির পতন এক চুটকি সময়ের অপেক্ষা মাত্র । ইতিহাস তো জানেই, আপনিও জানেন । চোখে সুরমা, তার ওপর ঠুলি ... তবুও বিন্দাস সিক্সার হাঁকাচ্ছেন ; ক্লিন বোল্ড করছেন মানুষকে । গরু - গাধার ঠুলির সঙ্গে গন্ডারের চামড়ার ঠুলির তফাৎ আছে বলেই " তুসি গ্রেট হো জাঁহাপনা " !!
No comments:
Post a Comment