Monday, December 2, 2024


 

ধর্ম পুজা 

শ্রাবণী সেনগুপ্ত 

নদীয়ার ধর্ম ঠাকুর ধর্মরাজ নামে পরিচিত।ধর্ম ঠাকুর আদি জনগোষ্ঠীর লৌকিক দেব, পরে বৌদ্ধরূপের ভিতর দিয়ে ব্রাহ্মণীকৃত।নদীয়ার অন্ত্যজরা এই পুজো করেন।এই পুজো উপলক্ষ্যে চাষী বউয়েরা উঠোনে ও মাটির দেওয়ালে আদিম শস্য ভাবনার প্রতীকস্বরূপ আলপনা দেন।দরজার উপরে ও দুই পাশে দুটি ধানের শীষের আলপনা আড়াআড়িভাবে (x চিহ্নের মতো)থাকে। ডক্টর অমলেন্দু মিত্রের মত অনুযায়ী নদীয়ার ধর্ম পুজোর সঙ্গে বীরভূম ও বাঁকুড়ার ধর্ম পুজোর মিল আছে,যদিও পুজা পদ্ধতি ও প্রকরণে সামান্য পার্থক্য আছে।

               নদীয়ার চাকদহ থানার গোটরা গ্রামে একটি বড় পুকুরের পাশে মাঠ আছে।সেখানকার ধর্ম ঠাকুর থানে অগ্রহায়ন মাসের শেষে সাত দিনের মেলা হয়। ধর্মরাজের থানে টিনের চাল দেওয়া মাটির ঘরে নিত্য পুজো হয়।এখানে ধর্মরাজের শিলাখণ্ডের সঙ্গে অষ্টনাগ, নারায়ণ ও শিব প্রভৃতি আরও আঠেরোটি শিলাখন্ড আছে। অগ্রহায়ণ মাসের শেষ শনিবার মূর্তিগুলি বাইরে এনে ঐ বড় পুকুরে স্নান করিয়ে পুকুরের কাছে কামারশালায় চাঁদোয়ার তলায় বেদিতে পুজো করা হয়।জনশ্রুতি অনুযায়ী প্রথম সেবাইত বিধু পন্ডিত একদা ঐ পুকুরে স্নান করতে গিয়ে মূর্তিগুলি পান।স্বপ্নেই তিনি মন্ত্র ও পুজা পদ্ধতি জানতে পারেন।ধর্মরাজ যমরাজ নামেও পরিচিত।তাঁর পুজোতে কোনো ভুল হলে সেবাইত বা পূজারীর বংশ থাকেনা বলে বিশ্বাস। হিন্দু মুসলমান নির্বিশেষে তাঁর কাছে মানত করেন। ধর্মরাজের সেবাইত রোগমুক্তির জন্য তাবিজ কবচ মাদুলি জলপড়া দেন।চাষীরাও মানত করে,যাতে তাদের জমির ধান পোকায় নষ্ট না করে,চুরি না যায়, অতিবৃষ্টি বা বন্যায় ডুবে না যায়।মেলা সংলগ্ন পুকুরটি থেকে এইসময় মাছ ধরা ও বিক্রী করা হয় ।

         কৃষ্ণনগরে মালোপাড়ায় লোকায়ত দেব ধর্মরাজের শিলাখন্ডের দেড়শ বছরের প্রাচীন দালান মন্দির আছে।এখানে বৈশাখী পূর্ণিমায় ও অগ্রহায়ণ মাসের শেষ শনিবার পুজো হয়।এখানে সেবাইত ব্রাহ্মণ।মেয়েরা উপোসী থেকে পুজো দেন।ঘূর্ণি এলাকাতেও ধর্ম ঠাকুরের পুজো হয়।ভালুকা গ্রামে ধর্মরাজের শিলাখণ্ডে পুজা হয়। চাপড়া থানার জলকর মথুরাপুর পলদা মুরাগাছা ও যোগিনীদহ গ্রামে চাষী ও মৎস্যজীবীরা ধর্ম পুজা করে থাকেন। নবদ্বীপের দণ্ডপানি তলায় দন্ডপানি যমরাজ ,জামালপুরে
বুড়োরাজ(বুড়োশিব ও ধর্মরাজের সংমিশ্রিত লোকায়ত দেব),করিমপুর থানার ভৈরব নদীর তীরে ধর্মরাজ,কালীগঞ্জ থানার আকন্দবেড়িয়া, পলাশী ,দেবগ্রাম ও হিজলী ও ঘোড়াইক্ষেত্র গ্রামগুলির ধর্মঠাকুর চালাঘরে গাছের তলায় পূজিত হন।

                 ধর্ম ঠাকুরের কুর্মমূর্তিই অকৃত্রিম মূর্তি।কালীগঞ্জ থানার ঘোড়াইক্ষেত্র গ্রামের ধর্ম ঠাকুর ডিম্বাকৃতি কুর্মমূর্তির মতন। পন্ডিতদের মতে ধর্মরাজের কুর্মাকার বিগ্রহ হল বৌদ্ধস্তূপের অনুকরণ।

No comments:

Post a Comment