Monday, December 2, 2024


 

দেওয়াল
পরাগ মিত্র 

দেওয়াল না থাকলে আপনি আউল বাউল সে নিয়ে পদ্য হতে পারে সংসার না পোস্টার সাঁটতেও দেওয়াল লাগে 

শ্রান্ত সন্ধ্যায় দেওয়ালে ঠেস দিয়ে ভাবতে পারেন চুলোয় যাক এ মায়ার সংসার স্থিতপ্রজ্ঞ দেওয়ালের কিস্যু আসে যায় না

দেওয়াল ভাঙার সশংপ্তকও রাজসূয় শেষে দেওয়াল তোলে কাকপক্ষী তো দূর হাওয়াও গলতে পারে না

হাইকমান্ড বা পলিটব্যুরো যে নামেই ডাকো অবিনশ্বর দেওয়াল আছে বলেই নিশি ডাকে ফুঁপিয়ে ওঠা আগল ধরে ক্ষয় 

গহন গহিনে যে ক্ষ্যাপার দহন দেওয়াল আছে বলেই সেই আত্মার অধরা মাধুরী

No comments:

Post a Comment