Monday, December 2, 2024


 

হয়তো কিছু না
পাপু মজুমদার

কবিতা তোমার কাছে
হয়তো কিছু না, 
ঠিক যেমন আমি ও আমার হৃদয়.... 
কবে তোমায় ভালোবেসে ফেলেছি
জানি না
তবে
কবিতা লেখা বা তাকে
আমি খুব একটা ভালবাসি না, 
কিন্তু
প্রতিটি ধরকনে অনুভব করে থাকি..... 
আমি কবিতার জন্য
বেঁচে আছি! 

No comments:

Post a Comment