আকাশ প্রদীপ
অর্পিতা গুহ মজুমদার
দামোদর মাসে নাকি আমাদের পূর্ব পুরুষরা তারাদের দেশ থেকে নেমে পৃথিবীর খুব কাছে চলে আসে,
আমিও আকাশ প্রদীপ জ্বালিয়ে কবেকার চলে যাওয়া আমার বাবা ও মাকে সম্ভাষণ জানাই।
আকাশ প্রদীপের মৃদু আলোতে তাঁদের আবছায়া মুখ দেখতে পাই।
আমি বাবা আর মায়ের সাথে ফিসফিস করে কথা বলি ---
আমার পড়ে পাওয়া সুখের কথা,আমার অব্যক্ত বেদনার কথা, আমার গোপন পাপের কথা।
আমি হাত বাড়িয়ে ছুঁতে চাইলেও তাঁরা আমাকে স্পর্শ করে না।
কিন্তু আমি আমার সারা শরীর ও কপাল জুড়ে এক অলৌকিক মায়া শীতলতার আবেশ অনুভব করি।
আমার বিচূর্ণ মনে খানিক প্রলেপ পড়ে, আমি তৃপ্ত হই।
আসলে মৃত মানুষেরা আমাদের ছেড়ে চলে যায় না, তাঁরা আমাদের মধ্যেই থাকে।
Monday, December 2, 2024
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment