Monday, December 2, 2024


 

পথেই হারিয়ে যাই 

প্রাণেশ পাল 


পথ চলতে চলতে আনমনে
পথেই হারিয়ে যাই !
চৌরাস্তার মোড়ে ছড়িয়ে পড়ে
জীবন বোধ !
আমি উদ্ ভ্রান্তের মত ছুটে যাই 
কোন সাড়া পাই না !

বিবেক বিতৃষ্ঞা ভরা দৃষ্টিতে
শুধুই চেয়ে রয় !
মনুষ্যত্ব হারিয়ে গিয়েছে
মনের চোরাবালিতে !

চেতনা সে তো দৃষ্টির 
অগোচরে অদৃশ্যমান !
ভালবাসা খুব কাছেই ছিল 
ছুটে গেলাম --------
বলল --- "ভালবাসা হীন সময়ে
ভালবাসা খুঁজুক ভালবাসাকে"!!

No comments:

Post a Comment