Monday, December 2, 2024



হেমন্তের সেই রাতটা 

আকাশলীনা ঢোল 


দীপাবলির সেই আলো ঝলমলে 
রাতটা হঠাৎই যেন চুপ 
করে গেছে,
শব্দ বাজির শব্দ নেই, আতসবাজির 
রোশনাই নেই, আকাশের 
বুকে পাল তুলে ভেসে বেড়ানো 
ফানুসগুলোও বুঝি আশ্রয় নিয়েছে 
গহীন অন্ধকারের বুকে -
সহসা কোনও এক বিষণ্ণতা কিম্বা 
ভয় যেন গ্রাস করেছে নাগরিক সভ্যতাকে।
অথবা, উৎসব শেষ হয়ে যাওয়া রাতে,
ক্ষণিক অবসর মিলেছে বিশ্রামের।
বিশ্রামহীন কেবল আকাশ প্রদীপগুলো,
অবক্ষয়িত নক্ষত্রের দিকে এক 
দৃষ্টিতে চেয়ে আছে -
চোখে যেন তাদের হাজার যুগের জিজ্ঞাসা,
দীপান্বিতা পেরিয়ে গেলে হাজার -একটা
চন্দ্রভূক অমাবস্যা আসবে,
কিন্তু ফিরে আসবে কি হেমন্তের সেই 
আলো ঝলমলে রাতটা?
যে রাতটা স্বপ্ন দেখিয়েছিল এক 
আলোকিত সভ্যতার,
আলোকিত জীবনের, আলোকিত মুহূর্তের।

No comments:

Post a Comment