অবক্ষয়
প্রতিভা পাল
মানবতার নিদারুণ ক্ষয় ক্ষয়িষ্ণু দেশের নিঃশ্বাসে আজ।
পদদলিত ভাবনা কীভাবে গড়তে পারে নতুন সমাজ?
জীবন জীবিকা যাপনের ভার যদি হিংসার কাঁধে তোল বারবার
অবক্ষয়ের প্রসারিত পথ করবে তার সুনিপুণ কাজ।
স্পর্ধার আগুনে ভস্মীভূত হবে রক্তচক্ষুর কঙ্কাল সাজ.....
No comments:
Post a Comment