Monday, December 2, 2024


 

অবক্ষয় 
প্রতিভা পাল 

মানবতার নিদারুণ ক্ষয় ক্ষয়িষ্ণু দেশের নিঃশ্বাসে আজ।
পদদলিত ভাবনা কীভাবে গড়তে পারে নতুন সমাজ?
জীবন জীবিকা যাপনের ভার যদি হিংসার কাঁধে তোল বারবার
অবক্ষয়ের প্রসারিত পথ করবে তার সুনিপুণ কাজ।
স্পর্ধার আগুনে ভস্মীভূত হবে রক্তচক্ষুর কঙ্কাল সাজ.....

No comments:

Post a Comment