যাপন গাথা
শ্রুতি দত্ত রায়
মুহূর্ত মানেই কান্না, আর মুহূর্ত মানেই হাসি
মুহূর্ত মানেই রাগ-অনুরাগ
অভিমান রাশি রাশি।
মুহূর্ত মানেই হিংসা-দ্বেষ, ছলনা, কপটতা
মুহূর্ত মানেই প্রতিটি দিনের
কত না নাটকীয়তা।
মুহূর্ত মানেই ঘাত-প্রতিঘাত, ক্রিয়া ও প্রতিক্রিয়া
মুহূর্ত মানেই বন্ধু স্বজন,
প্রেমিক অথবা প্রিয়া।
মুহূর্ত মানেই কিছুটা সময় মঞ্চে যে হাঁটাহাঁটি
মুহূর্ত মানেই আজ বেঁচে আছি
কাল চিতা কিংবা মাটি।
No comments:
Post a Comment