Monday, December 2, 2024


 

দুটি কবিতা 
আজিজুল সেখ 


মেঘ পিয়নি চিঠি

১। আমি  :

ঘরের ভেতর আরো ঘরে
আমার আমি'র বসত-ঘর

চেনা মুখের আদল ভুলি
জোছনায় ভেজে চরাচর


২। বিষাদ বালক  :

জানতে চেয়ে ভুলে যাই
বিশ্বাসী
তোর থেকে দূরে গিয়েও
চেনা সুখ
গুগল এখানে থমকে গিয়ে
হলুদ খাম
আগলে রাখি বৃষ্টি ভেজা
চেনা বুক


৩। উপসংহার -এ :

আজ আরো একবার বহুযুগ পর চেনা নৌকাডুবি পাড় করে আমি সে এবং আরো একজন ঠিক এক’ই আকাশজাত জোছনায় মাখি নিজস্বতার ঘ্রাণ। ফুরিয়ে গিয়েই খুউব জানান দিই আরো প্রিয়তম হলুদ খামে। শুরুর।




প্রতি - উত্তর
 
চলতে থাকা রাস্তা জুড়ে আকাশ পাখি
সবুজ জুড়ে সাথে থাকে নীলাভ সুখ
নদী জানে আদুর বিকেল লাল-গোলাপি
বিষাদ বালক যুবক হয়ে বিবর্ণ মুখ

কথা গুলো মেঘ পিয়নি মেঘলা আকাশ
উঠোন জুড়ে দুপুর জানে পায়ে চলা
বইগুলোতে আশ্রয় খোঁজে ত্রস্ত শ্বাস
ডায়রি জুড়ে পাখি মানবী-র কথা বলা

প্রিয়তম ঘ্রাণ আলতো ভেজা কাছা-কাছি
ফাগুন জড়ায় স্বপ্নালু সুখ ইচ্ছেমত
আগুন রঙের কৃষ্ণচূড়া বানভাসি
শব্দঋণ-এ স্মৃতি গুলো ব্যক্তিগত

No comments:

Post a Comment