Monday, December 2, 2024


 

হায় রে বিচার!

রীনা মজুমদার 


সূর্যোদয় সূর্যাস্ত হয় একই 
   নিয়ম মেনে 
তবে কেন জীবন নিয়ে 
 নিয়ম ভাঙার খেলা চলে?

জীবন ছিল নাছোড়বান্দা 
মানুষ হয়ে মানুষ সেবা 
এই সমাজের গভীর অসুখ 
তবু ন্যায় পথে মেয়ে তোর 
স্বপ্নে ছিল বেঁচে থাকার সুখ 

স্বপ্ন ছিল কিশোরী বেলা 
জীবন নিয়ে চলছে কেমন 
   স্বপ্ন ভাঙার খেলা! 
শুনছি সবাই সমাচার, দেখছি আমি 
দেখছি আমরা, দেখছ তুমি 
সময় যখন চোখ রাঙায়
    মোরের মাথাও চুপ!

মেয়ে তোর বিচার চাওয়াই ছিল ভুল 
রক্ত চোখে কী দেখেছিস ভুলে যা তুই 
আমরা জানি, সবাই জানে অর্থই মূল...

 হয় না বিচার, হায় রে বিচার! 

No comments:

Post a Comment