Monday, December 2, 2024


 

মেরুদন্ডসপ্তক 

উৎপলেন্দু পাল 


( ১ ) 

যারা অন‍্যের মেরুদন্ড খুঁজে বেড়ায়  
সুযোগে খোঁচা ( খোঁটা ) দেয় - 

নিজের মেরুদন্ডের প্রসঙ্গ উঠলেই 
অজুহাতে ল‍্যাজ গুটিয়ে পালায় । 

( ২ ) 

মেরুদন্ডটা হয়তো আগেকার অবস্থানেই , 

শুধু ক্ষয়ে গেছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক 
হারিয়ে গেছে খানকতক কশেরুকা । 

( ৩ ) 

রোজ রাতে মেরুদন্ডের হাড় গুনে শুই , 

প্রত‍্যেক সকালেই অনুভব করি 
আগের রাতের গণনার ত্রুটি । 

( ৪ ) 

যারা মেরুদন্ড নিয়ে রোজ বড়াই করে 

আসলে তারা কাঁচের ঘরে বাস করে 
প্রতিপক্ষের দিকে বুদ্ধিদীপ্ত ঢিল ছোঁড়ে । 

( ৫ ) 

একদিন আমারও ঋজু মেরুদন্ড ছিল , 

এখন তোমাদের দেখাদেখি 
আমিও বুকে ভর দিয়ে চলি । 

( ৬ ) 

যাদের মেরুদন্ডে জোর থাকার কথা ছিল 

তারা হাতুড়ি ও চাবুকের জয়গানে মত্ত হয়ে  
সন্ধ‍্যায় ধনদেবীর চৌকাঠে দীপ জ্বালে । 

( ৭ ) 

মেরুদন্ড বিক্রি হয় রাজনগরের হাটে 
নিলামে ওঠে রাতের আঁধারে 

দালালেরা হাত বদল করে নিশ্চিন্তে 
ভোরের আলো ফুটবার আগেই । 


No comments:

Post a Comment