১৭
পক্ষিরাজ
তোমার চোখে ক্লান্তির কালো দাগ
শরীরে ভালবাসার ক্ষত ;
পবিত্রতা নষ্ট করে তুমি জ্বলেছো
দম্ভের যজ্ঞে
আহুতি দিয়েছো তাতে নিজের সরলতা !
উর্বশীতে উত্তীর্ণ হতে গিয়ে
আজ তুমি আত্মঘাতী!
মিশে গিয়েছ অন্ধকার গলির এক কোণায়!
তুমিও চাও আবার ফিরে যেতে নিজস্বতায়
কিন্তু পারো না ....
আমি জানি
তাইতো বারবার ফিরে আসো তুমি
আমার লেখায় !
আমি তোমায় ভালবেসেছিলাম ; তাই তো মলিন হতে দিতে চাইনি
রেখে গেছি আমার সেরা উপন্যাসের মুখ্য চরিত্র হিসেবে !
No comments:
Post a Comment