ঠোঁটের স্পর্শে জাগে রাস
সৈকত দাম
শুধু হারিয়ে যাওয়া রয়ে যায় ....
বাসের সিঁড়িতে পড়ে থাকে টিউলিপ ,
আমাদের ফুল গাছের ডালে ,
রুপোর থালার মতো ঝুলে থাকে ,
রাস পূর্ণিমার চাঁদ .....
বন থেকে বনে ঘুরে বেড়ায়,
কৃষ্ণ প্রেমের পালক ......
উড়ে বেড়ায় স্মৃতি দের ভালোলাগা .....
আজও কোপাই এর ব্রিজের নীচে ,
চুমু খাচ্ছি আমি .......
এখানেও জানান দেয় স্পর্শ মলিনতা ,
পড়ে থাকা টিউলিপ ......
জোনাকিরা কোত্থাও নেই ,
জটলা করেছে ব্রিজের নীচে ,
আমি গেলাম যেই .......
আমাকে যেন নিয়ে যাবে পরীদের দেশে ,
যেখানে বাসে ঝোলা নেই .....
নেই অপ্রেমের ভীতু ভীতু পৃথিবী .....
যেখানে টিউলিপ গাছ আছে গোটা ,
এই বীরভূম , লাল মাটির ঘুম ......
কেন এতো প্রিয় জানো প্রিয়তমা ?
কারণ ঠোঁটের স্পর্শে জাগে রাস ......
কারণ সরলতা লিখে ফেলে ,
প্রেমের উপাখ্যান .......
নেই অনায়াস ভেসে ওঠা কিম্বা প্রত্যাখ্যান .....
নিরবতা কথা বলে এখানে ,
রাসের খেলার ফাঁকে .........
No comments:
Post a Comment