Monday, December 2, 2024


 

অতীত 

জুলি আখতারী


পথের ধারে নির্জনতায় ;
কাটিয়েছি দিন- হেলায় ফেলায়।
কত শত আজগুবি সব।
গল্প গুজব ছিল সেসব।
ওসব এখন বেশ পুরাতন।
বাবা কিংবা দাদুর মতন। 
এড়িয়ে যাওয়ার নেই উপায়।
আগলে রাখা ভীষন দায়। 
অগত্যা দিন কাটছে তাই,
ধরাছোঁয়ার মতোই প্রায়।

No comments:

Post a Comment