Monday, December 2, 2024


 

ছোট্ট রুবাই
শ্রাবণী সেন 

ছোট্ট রুবাই প্রথম যখন চড়ল বসে ট্রেনে
ট্রেন বাবাজী চলল তখন টাইমটেবল মেনে।

জানলা দিয়ে যায় পেরিয়ে শহর পাহাড় নদী
সবাই আছে অপেক্ষাতে দেখতে পারে যদি

কেমন করে রুবাইসোনা মায়ের কোলে বসে
মা মা, তা তা, শব্দ করে গান ধরেছে কষে!
 
গোল্লাপানা চাঁদমামা তো আকাশ থেকে সোজা 
মুখ বাড়িয়ে চালিয়েছিল জবরদস্ত খোঁজা

রুবাই ঘুমোয় হাসি মুখে মায়ের কোলে শুয়ে
চা়ঁদমামা তাই  জ্যোৎস্না দিয়ে আকাশ দিল ধুয়ে। 

সকাল হল সূয্যিমামা লাল জামাটি পরে
রুবাইবাবুর ঘুম ভাঙালেন সাতটি ঘোড়ায় চড়ে।

 স্টেশান শহর রাস্তা শেষে রুবাই এলো ঘরে
উপচে পড়ে উছলধারায় আনন্দ যে ঝরে।

শাঁখ বাজল, দীপ জ্বলল, লাগল কত ভালো 
ছোট্ট সোনা ঘরে এলো, ঘরটি করে আলো।

No comments:

Post a Comment