মধ্যবর্তী যত কথা
দেবর্ষি সরকার
কবিতার খাতায় বারুদ জমেছে।
মেরামত শেষে ফের অমনটা হবে না।
এই ঝড়। এই প্রজ্ঞা। রোদ বদলানো। রামধনু বিকেল। ফের লোক পালানো। এভাবে আর কদিন ?
কিভাবে দেখবো আমি, আর আমায় তুমি ?
এপারে সবকিছুই সুরেলা আফিমের আঁধার। অকেজো করে দেয় সব দুনিয়াদারি।
পৌষের পাতায় অনেক না বলা কবিতা ভিড় করে আসে।
হুলুদ, বিবর্ণ, ধূলিসাৎ সব স্মৃতি। তরতাজা কবি ধান -টান দেখে।
ঘুমঘুম চোখের চাহনিতে আশ্চর্য হাসি লেগে থাকে।
শীত মানে পদচিহ্ন।
শীত সন্ধ্যা তুমি কার পদচিহ্ন মনে রাখো ?
পরোপারের সময়। হেমন্তের বুড়ো আঙ্গুল।
ফিরে আসা কি অনিবার্য ? দুরন্ত দুয়ার যদি পিরিতসাধে, তুমি ফিরে যেতে পারবে ?
শীত সন্ধ্যার পরমার্থে দিব্যি ভরে পেট।
সন্ত হওয়া বুঝি চাট্টিখানি কথা ! কোন আসায় একলা ফেলে চলে গেলে ! তুমি একলা হতে চাও !
কথা ছিলো ভাগ করে নেবো বছরের শেষ ঠান্ডা।
আজ আমাদের ঠিকানা আলাদা !
No comments:
Post a Comment