Monday, December 2, 2024



 নম্র উত্তাপ

 বেলা দে

  
ভোর কুয়াশার পর্দা ছিড়ে
 গৈরিক সন্যাসী তার মুখ বাড়ায়,
 হৈমন্তিক বাতাস ঢুকে পড়ে 
জানালার কোন ঘুপচি খুঁজে, 
ভেঙে যায় ওমলাগা ভোর ঘুম।
শিশির ভেজা শিউলিরা
ঝরে পড়ে নিজস্ব নিয়মে।
পাতাঝরা বৃক্ষের কেবলই মনস্তাপ 
ওরা প্রথম যৌবনের পাতা উল্টায়,
 অঙ্ক যে পাল্টে গেছে। 
 অদূরে সোনা ধান নামে কৃষকের আঙ্গিনায়
 মুঠো ভরা স্বপ্ন সুখ তাদের আশার আলো 
 রোদ কুয়াশা কাটাকুটি খেলতে খেলতে 
 একসময় চরাচরে হেমন্তের নম্র উত্তাপ ছড়ায়,
  ঘুচে যায় সমস্ত রাতের কালো।

No comments:

Post a Comment